বসুন্ধরা কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত, স্থায়ী নিয়োগপ্রাপ্ত ও গেজেট প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্থতার সহিত বিবাহ্ ও তালাক সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করে থাকি। বিবাহ্-তালাক ছাড়াও স্বামী-স্ত্রী সহ বিদেশে বসবাসের জন্য অথবা দেশে অবস্থানরত স্বামী-স্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ম্যারেজ সার্টিফিকেট প্রদান করে থাকি।
মুসলিম বিবাহ আইন অনুসারে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ও ছেলের বয়স ন্যূনতম ২১ বছর হতে হয়। বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র/পাসর্পোট/শিক্ষাগত সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। ছেলে ও মেয়ে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়।
বসুন্ধরা কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। বিবাহ বন্ধন বিচ্ছেদের সকল কাজ সমূহ নিখূঁত ভাবে সম্পন্ন করা হয়। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক, স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক বা স্বামী-স্ত্রী উভয়ের যৌথ তালাক ইত্যাদি সম্পন্ন করা হয়।
অর্থ্যাৎ বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে সূদীঘ ২৮ বছরের অভিজ্ঞতার আলোকে একটি বিশ্বস্থ ও নিভরযোগ্য প্রতিষ্ঠান বসুন্ধরা কাজী অফিস তথা কাজী কারী মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম। বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে যেকোন আইনি পরামশও দেওয়া হয়।